তিব্বতি বৌদ্ধধর্মের নাইংমা শাখার প্রাচীন পুঁথি বলে, হিমালয়ের দুর্গম অংশে লুকিয়ে আছে 'বেয়ুল'। অষ্টম শতাব্দীর বৌদ্ধভিক্ষু পদ্মসম্ভব যেখানে লুকিয়ে রেখে গিয়েছিলেন শতাধিক 'টার্মা' বা ধর্মীয় গুপ্তজ্ঞান। তিনি শিষ্যদের বলেছিলেন, "যে' দিন পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে যাবে, সেদিন সৎ এবং ধার্মিক মানুষেরা আশ্রয় নেবে তিব্বত হিমালয়ের দক্ষিণে লুকিয়ে থাকা বেয়ুলে।" কেটে গিয়েছে সহস্রাব্দ। ব্যর্থ হয়েছে শত শত অভিযান। আজও খুঁজে পাওয়া যায়নি পদ্মসম্ভবের লুকিয়ে রাখা 'টার্মা'। বেয়ুলকে কোথায় লুকিয়ে রেখেছে হিমালয়!
Buddher Chokh
Rupanjan Goswami
Paper Back